পাকিস্তানের কোচ না হওয়ার কারণ জানালেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের কোচ না হওয়ার কারণ জানালেন ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক

পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও ক্রিকেটার ওয়াসিম আকরাম। ১০৯টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু পাকিস্তানের কোচের চাকরি কোনোভাবেই নিতে রাজি নন ওয়াসিম আকরাম।

সাম্প্রতিককালে খারাপ খেলার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।

কোচ থেকে দলের ক্রিকেটার, প্রত্যেককে আক্রমণ করা হয়েছে।  

ওয়াসিম আকরামের মতে, পাকিস্তানের কোচের যা চাপ তা তিনি সামলাতে পারবেন না।

এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, কোচ হলে বছরে ২০০-২৫০ দিন ব্যস্ত থাকতে হয় দলকে নিয়ে। সেটা এক ভয়ানক কঠিন কাজ।

মনে হয় না পাকিস্তান বা নিজের পরিবার ছেড়ে এতদিন বাইরে থাকতে পারব। তা ছাড়া পাকিস্তান সুপার লিগে বেশিরভাগ ক্রিকেটারই খেলে। সবার কাছে আমার নাম্বার রয়েছে। যে কেউ সাহায্য চাইলে আমি রাজি।

শুধু তাই নয়, খারাপ খেললে কোচের প্রতি যে ব্যবহার করা হয়, সেটাও কোচিংয়ে না আসার একটা কারণ পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারের।  

news24bd.tv/আলী