রেডিও-টিভিতে প্রচারিত আজানের উত্তর দিতে হবে কি?

রেডিও-টিভিতে প্রচারিত আজানের উত্তর দিতে হবে কি?

অনলাইন ডেস্ক

নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রেডিও এবং টেলিভিশনে আজান দেওয়া হয়। সেই আজান শুনলে উত্তর দিতে হবে কি? উত্তরটা হলো- ‘না’, কেননা হাদিসে আজানের উত্তর দেওয়ার ব্যাপারে হাদিসের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে।

আজানের উত্তর দেওয়ার শর্ত হলো-

নামাজের ওয়াক্তে মুয়াজ্জিন যে আজান দেয়; তা শুনে অনুরূপ উত্তর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে হাদিসে। রেকর্ডকৃত কোনো আজান সম্প্রচার করা হলে সে আজানের উত্তর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।

আর রেডিও-টিভিতে যে আজান প্রচারিত হয়, তা আগে থেকে ধারণ করা। তাই আগে থেকে রেকর্ড বা ধারণকৃত আজানের উত্তর দেওয়ার প্রয়োজন নেই।

আজানের উত্তর দেওয়া সম্পর্কে হাদিসের নির্দেশনা:

১. হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমরা আজান শুনতে পাও; তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা-ই বলবে। ’ (বুখারি, মুসলিম)


 দেশে ১৩ জনের শরীরে পাওয়া গেল করোনার ভারতীয় ধরন

 জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু


 

 

উল্লেখিত হাদিসের আলোকে আজানের উত্তর দেওয়ার ব্যাপারে নির্দেশনা হলো-আজানের নির্ধারিত সরাসরি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে শোনা আজানের উত্তর দেওয়া।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-

‘যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে তখন তোমরাও তার অনুরূপ বল। ’ (মুসলিম)

হাদিসের এ নির্দেশনার কারণেই আগে থেকে রেকর্ড বা ধারণকৃত রেডিও-টেলিভিশনে প্রচারিত আজানের উত্তর দেওয়া সুন্নাত বা মাসনূন বলে বিবেচিত হবে না।

news24bd.tv নাজিম