জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশে জমি চাষ করছিলেন এক কৃষক। এমন সময় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো জমি চাষ করার সময় হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো ৩০ ক্যারেটের একটি হীরার টুকরা। যা ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন ওই কৃষক।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিন্না জোনাগিরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাটি ইন্টারনেট ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ ব্যাপারটি নিয়ে তদন্ত করতে শুরু করে। হীরা পাওয়ার খবরটি নিশ্চিত করে কুর্নুলের পুলিশ সুপার জানান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় মূল্যবান খনিজ পদার্থ পাওয়া খুব একটা নতুন নয়।

জুন থেকে নভেম্বরের মধ্যে এই এলাকায় কুর্নুলে জেলার বহু মানুষ জড়ো হন মূল্যবান খনিজের খোঁজে। বর্ষার কারণে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরই খোঁজে নামেন স্থানীয় লোকজন।  

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটিতে আরও বলা হয়, তবে এবারই প্রথম নয়, এর ২০১৯ একজন কৃষক এক টুকরা হীরা পেয়েছিলেন। যার দাম ছিল ৬০ লক্ষ টাকা। ২০২০ সালেও ওই এলাকায় জমি থেকে মূল্যবান বিভিন্ন ধাতু পেয়েছিলেন গ্রামবাসী।  

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক