ইয়াস পরবর্তী বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন মোদি

অনলাইন ডেস্ক

বিধানসভা নির্বাচনের পর আবারো পশ্চিমবঙ্গ ছফর করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিদর্শন করলেন ইয়াস পরবর্তী বিপর্যস্ত এলাকা।

শুক্রবার সকালে তিনি সফর শুরু করেন ওড়িশায়। এরপরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা আকাশ পথে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

দুপুরে কলাইকুণ্ডায় পৌঁছন তিনি। সেখানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ানের হিসেব সম্বলিত তথ্য তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে।

 

আরও পড়ুন:

 জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু

  জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

  রেডিও-টিভিতে প্রচারিত আজানের উত্তর দিতে হবে কি?

 

এরপরেই বিপর্যয় নিয়ে রিভিউ বৈঠক করেন নরেন্দ্র মোদি। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।   

news24bd.tv নাজিম