রংপুরে ভুট্টার বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক

রংপুর অঞ্চলে চলতি মৌসুমে ভুট্টার আশানুরুপ উৎপাদন হয়েছে।  লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ভুট্টার আবাদ হয়েছে।

কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া, বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে কোনও সমস্যা না থাকায় বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজার দর ভাল থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা।

 

রংপুর অঞ্চলের ভুট্টা এখন কৃষকদের অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। গেল কয়েক বছর ধরে বাজার দর ভাল পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে  প্রতি বছরই ভুট্টা চাষে জমির পরিমাণও বাড়ছে।

কৃষকরা জানান, আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে  ফলনও বেশ ভাল হয়েছে।

  বর্তমান বাজার দরও চড়া থাকায় লাভবান হচ্ছেন তারা।

আরও পড়ুন:

 জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু

  জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

  রেডিও-টিভিতে প্রচারিত আজানের উত্তর দিতে হবে কি?

 

সংশ্লিষ্টরা জানান, গেল বছরের চেয়ে এ বছর লক্ষ্যমাত্রার বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

রংপুর অঞ্চলে ভুট্টা আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের বীজ, সারসহ অন্যান্য  উপকরণ  দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ।

news24bd.tv নাজিম