আইপিএল-এর বাকি ম্যাচ আমিরাতে, সময় জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড

আইপিএল-এর বাকি ম্যাচ আমিরাতে, সময় জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড

অনলাইন ডেস্ক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ ঘোষণা করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। অনিশ্চিত হয়ে পড়ে বাকি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। এবার অনিশ্চয়তা কাটলো। আইপিএল- এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

 

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে জমজমাট এই আসরটি সম্পন্ন হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।  

শনিবার (২৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে (এসজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতি দিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  

এবারের আইপিএলে ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়।

কলকাতার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের আক্রান্ত হন করোনায়। এর পর ৪ মে আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা।

আরও পড়ুন

  বাংলাদেশসহ ৩ দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

  সকাল থেকে সিলেটে ৫ দফা ভূমিকম্প, আতঙ্কে নগরবাসী

  জনগণের প্রতি বিএনপির দায়িত্বশীলতা শূন্যের কোটায়: ওবায়দুল কাদের

  ইয়েমেনি হামলায় সৌদির বিশাল ক্ষয়ক্ষতি

 

দুই ফ্র্যাঞ্চাইজির শিবিরে করোনা হানা দেওয়ার পর ৪ মে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ক্লোজডোরে ২৯টি ম্যাচ হওয়ার পর বন্ধ হয়েছিল আইপিএল। এবার আসরের বাকি ৩১ ম্যাচ হবে আরব আমিরাতে।  

এ দিকে অক্টোবরে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরের কবে নাগাদ শুরু হয়ে অক্টোবরের কবে শেষ হবে এখনো জানায়নি বিসিসিআই।  

news24bd.tv আহমেদ