মুসলিমরাই ছিলো এগিয়ে, আজ জ্ঞান-বিজ্ঞানে মুসলিমদেরই করুণ অবস্থা

মুসলিমরাই ছিলো এগিয়ে, আজ জ্ঞান-বিজ্ঞানে মুসলিমদেরই করুণ অবস্থা

Other

মুসলিমদের হওয়ার কথা ছিলো জ্ঞান-বিজ্ঞানে অনেক অগ্রসর। তাদের সামনে ছিলো প্রচুর হিরো। তাদের সামনে ছিলো অনুপ্রেরণা।  

হাজার বছর পূর্বে তাদের মধ‍্যে ছিলো আল খোরেজমি (গণিতবিদ), ওমর খৈয়াম (গণিতবিদ, সাহিত‍্যিক), আল রাজী (কেমিস্ট), আল হাজেন (আলোকবিদ), আল তুসো (মহাকাশ বিজ্ঞানী), ইবনে সিনা, আব্বাস ফারনাস, ইবনে খালদুন সহ এমন বহু ডাকসাইটে বিজ্ঞানী।

ইবন-আল হাইদেম (Ibn Al-Haytham) ছিলেন আলোকবিদ‍্যায় অসম্ভব জ্ঞানী একজন। রজার বিকন (Bacon) সরাসরি হাইদেমের জ্ঞান দ্বারা প্রভাবিত হয়েছেন। আর বিকন দ্বারা প্রভাবিত হয়েছেন নিউটন।

সে সময়ে এতো ডাইভার্স বিষয়ে এতো বিপুল সংখ‍্যক বিজ্ঞানী পৃথিবীর অন‍্য অঞ্চলে খুব বেশি দেখা যায়নি।

চীনাদের মধ‍্যে জ্ঞান-বিজ্ঞানের প্রভাব ছিলো। চীনের পণ্ডিতদের সাথে আরব বিজ্ঞানীদের যোগাযোগ ও আদান-প্রদান প্রতিষ্ঠিত হয়।  

তারা গ্রীকদের ভুলকে চ‍্যালেঞ্জ করেছেন। গ্রীকদের জ্ঞানকে অনুবাদ করেছেন। তারা ধর্ম ও জ্ঞানকে একাকার করেনি। জ্ঞানের মাধ‍্যমে সত‍্যকে উদঘাটনের নেশায় কাজ করেছেন। তারা আবিষ্কার-উদ্ভাবনের পর ধর্ম দিয়ে সেটাকে জাস্টিফাই করেছে বলে আমার চোখে পড়েনি। কিংবা কোন বই বা ডকুমেন্টারিতে দেখিনি।

আরও পড়ুন

  আইপিএল-এর বাকি ম্যাচ আমিরাতে, সময় জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড

  বাংলাদেশসহ ৩ দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

  সকাল থেকে সিলেটে ৫ দফা ভূমিকম্প, আতঙ্কে নগরবাসী

  জনগণের প্রতি বিএনপির দায়িত্বশীলতা শূন্যের কোটায়: ওবায়দুল কাদের

 

আজকে জ্ঞান-বিজ্ঞানে মুসলিমদেরই সবচেয়ে করুণ অবস্থা। আমার ব‍্যক্তিগত মতামত হলো, এর মূল কারণ মুসলিমদের অসহিঞ্চুতা ও জ্ঞানের প্রতি বিরাগভাজন। মুসলিম জনগোষ্ঠির দেশে বিখ‍্যাত কোন গবেষণা কেন্দ্র নেই। বিখ‍্যাত কোন বিশ্ববিদ‍্যালয় নেই। শিক্ষা ব‍্যবস্থায় অনিয়ম, দুর্নীতি এখন মুসলিম জনগোষ্ঠির দেশগুলোতেই তুলনামূলক বেশি। পৃথিবীর সব দেশেই সন্ত্রাস, হত‍্যা, ধর্ষণ, অপব‍্যবস্থা কমবেশি আছে। তবে শিক্ষার সাথে বেইমানি, শিক্ষার সাথে অনিয়ম, দুর্নীতি যাদের মধ‍্যে নেই, তারাই নেতৃত্ব দিচ্ছে পৃথিবী।

মুসলিম জনগোষ্ঠির মধ‍্যে সহিঞ্চুতা বাড়াতে হবে। জ্ঞান ও জ্ঞানীর সম্মান দিতে জানতে হবে। মানুষকে তার ধর্ম বিশ্বাস দিয়ে নয়, বরং জ্ঞান ও কর্ম দিয়ে বাছাই করতে হবে। জ্ঞানকে আঁকড়ে না ধরে, ধর্ম দিয়ে কোন জাতিই এগুতো পারেনি। এক হাজার বছর পূর্বের মুসলিম জনগোষ্ঠি বুঝেছিলো। তারপর সে বোধ ক্ষয়ে গেছে। আবার যদি বোধোদয় হয় কখনো!

news24bd.tv আহমেদ