দ্বিতীয় ইসরায়েল তৈরির স্বপ্ন ভেঙে দেয়া হয়েছে :হামাস

দ্বিতীয় ইসরায়েল তৈরির স্বপ্ন ভেঙে দেয়া হয়েছে :হামাস

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের নিরাপত্তার ভঙ্গুর অবস্থা পরিষ্কার হয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ও সহ-প্রতিষ্ঠাতা মাহমুদ আজ-জাহার।

তিনি বলেন,দ্বিতীয় ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করতে পারে বলে যে ধারণা তৈরি করেছিল তাও ভেঙে দেয়া হয়েছে।

শুক্রবার ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।    

মাহমুদ আজ-জাহার বলেন, দারিদ্রপীড়িত গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েল সর্বশেষ যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যে যুদ্ধ করেছে তাতে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে দীর্ঘদিনের দুটি প্রতিষ্ঠিত ধারণা বদলে দিয়েছে।

  

প্রথম তারা ইসরায়েলের নিরাপত্তা তত্ত্ব চুরমার করে দিয়েছে। ১৯৪৮ সালের পর থেকে এ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডকে ইসরায়েল সব সময় নিরাপদ রাখতে সক্ষম হয়েছে বলে তাদের গর্ব ছিল। কিন্তু এবারের যুদ্ধে সেই নিরাপত্তা আর থাকে নি। দ্বিতীয় ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করতে পারে বলে যে ধারণা তৈরি করেছিল তাও ভেঙে দেয়া হয়েছে।

news24bd.tv/আলী