সিলেটে ভূমিকম্পে হেলে পড়ল দুটি ৬ তলা ভবন

সিলেটে ভূমিকম্পে হেলে পড়ল দুটি ৬ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে কয়েক দফার ভূ-কম্পনে দুইটি ৬তলা ভবন হেলে পড়েছে। নগরের পাঠানটুলা দর্জিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ৬ তলা ভবন দুটি একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ভূমিকম্পে জালালাবাদ পাঠানটুলা দর্জিপাড়া এলাকার ব্লক সির ১৬ ও ব্লক ৩ এর ৩ নম্বর বাসা হেলে পড়েছে।

দুটি বাসাই ৬ তলা বিশিষ্ট।

এদিকে, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপির উপ-পুলিশ কমিশনার(উত্তর) আজবাহার আলী শেখ, সিসিকের প্রকৌশলী আনশুমান ভট্টচার্য্য, রাজু উদ্দিন আহমদ, লিপু সিংহ।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত ভবন থেকে বাসিন্দাদের নিরপদে সরে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন:

  ২০৩৫ সালে আমেরিকা দখল করতে পারবে বলে বিশ্বাস চীনা প্রেসিডেন্টের: বাইডেন

 জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী আজ

 অঙ্গীকার ভঙ্গ কোন ধরনের গুনাহ

 

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভবন নির্মাণে নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তাও যাচাই করে দেখা হচ্ছে।

ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ না ভূমিকম্পে হেলে পড়েছে তা তদন্ত করা হবে।

news24bd.tv নাজিম