সিংড়ায় বজ্রপাতে ভ্যানচালক নিহত

সিংড়ায় বজ্রপাতে ভ্যানচালক নিহত

Other

নাটোরের সিংড়ায় বজ্রপাতে জালাল উদ্দন (৩৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পারুহাড় পাড়া গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পাইপ উত্তোলনের কাজে মিস্ত্রিদের নিয়ে যাওয়ার বজ্রপাতে জালালের মৃত্যু হয়।  

এ সময় আরও তিন জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত জালাল উদ্দিন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামের তারা মন্ডলের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বজ্রপাতে জালালের মৃত্যুর বিসয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে সেচ পাইপ বসানো মিস্ত্রিদের নিয়ে জালাল উদ্দিন ভ্যান চালিয়ে চলনবিলের চৌগ্রাম পারুহাড় পাড়ায় কৃষক আরিফুল ইসলামের বৈদ্যুতিক সেচ পাম্পের পাইপ উত্তোলন করতে যান।

এ সময় বজ্রপাতে কৃষক আরিফুল ইসলাম, জালাল উদ্দিন এবং ইয়াছিন আলী ও মকবুল হোসেন আহত হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

news24bd.tv / কামরুল