শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে হাইকোর্টের সামনে প্রাইভেটকারের (উবার) ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৬৫) বছর। পড়নে ছিল প্রিন্টের ছাপা শাড়ি।

রোববার (৩০ মে) বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে  চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় চালক সিদ্দিকুর রহমানকে ঢামেক হাসপাতাল থেকে আটক ও (উবার) প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

উদ্ধারকারী  প্রত্যক্ষদর্শী ওই প্রাইভেট কারের যাত্রী হাফসা হক জানিয়েছেন, তিনি উবারের অ্যাপস এর মাধ্যমে ভাড়া করে সচিবালয়ের সামনে থেকে ওঠেন, প্রাইভেট কারটি শিক্ষা ভবনের সামনে দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন চালক গাড়ি থামাতে থামাতে ওই নারী গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে চালক সহ আমরাই তাকে হাসপাতালে নিয়ে আসি।

news24bd.tv তৌহিদ