নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে গুলি চালিয়ে শতাধিক শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে গুলি চালিয়ে শতাধিক শিক্ষার্থী অপহরণ

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি স্কুল থেকে এলোপাতাড়ি গুলি চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় সময় রবিবার তেজিনা শহরের একটি ইসলামিক স্কুলে এই ঘটনা ঘটে।

স্কুলটির ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন এক শিক্ষক। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, নিখোঁজ শিক্ষার্থীর সংখ্যা অন্তত ২০০।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় সাধারণ মানুষজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে বন্দুকধারীরা ওই স্কুল থেকে শিশুদের ধরে নিয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীদের হামলার সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন।

এ ছাড়া একটি গাড়িতে থাকা কিছু সংখ্যক মানুষকেও অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

নামাজের সালাম ফেরানোর পর যেসব দোয়া-তাসবিহ পড়তেন নবীজি

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু


সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাম্প্রতিক সময়ে মুক্তিপণের দাবিতে নাইজেরিয়ার সর্বত্র অপহরণের ঘটনা হরহামেশাই ঘটছে। গত ফেব্রুয়ারিতে জামফারা প্রদেশের জাঙ্গেবি শহরের একটি বোর্ডিং স্কুল থেকে প্রায় ৩০০ জন ছাত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে বেশিরভাগ শিক্ষার্থীই মুক্তি পায়।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক