ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমে এলো রাজধানীতে

ঝুম বৃষ্টিতে স্বস্তি নেমে এলো রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে হিমেল পরশ পেল রাজধানীবাসী। সোমবার (৩১ মে) সকাল ১১টার পর থেকে রাজধানী ছেয়ে যায় মেঘে; কিছুক্ষণ পরই শুরু হয় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি।

গত কয়েকদিন ধরে দিনের মতো রাতেও তাপমাত্রা থাকতো প্রায় অপরিবর্তিত। ভোর রাত ছাড়া প্রায় সারা দিন-রাত জনজীবন গরমে অতিষ্ট হয়ে ছিল।

আর এই গরমে নেমে এলো স্বস্তির বৃষ্টি।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টি দারুণ উপভোগও করছেন অনেকে। কেউ কেউ আবার বৃষ্টিতে গা ভিজিয়েও নিয়েছেন।  

আরও পড়ুন:

 শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

 আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

 নামাজের সালাম ফেরানোর পর যেসব দোয়া-তাসবিহ পড়তেন নবীজি

 ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

 

বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও পথচারীরা পড়েন বিপাকে।

বৃষ্টি থেকে বাঁচতে অনেককে যাত্রীছাউনিতে আশ্রয় নিতে দেখা যায়। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

news24bd.tv নাজিম