কাকলী ফার্নিচারের নামে ফেসবুকে ভুয়া পেজ, মালিকের জিডি

কাকলী ফার্নিচারের নামে ফেসবুকে ভুয়া পেজ, মালিকের জিডি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনের স্লোগান, ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’। তাই প্রতিষ্ঠানটির ফার্নিচার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে মানুষের মাঝে। আর এ সুযোগে প্রতিষ্ঠানটির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপ খোলা হয়েছে।

এতে গ্রাহকরা প্রতারিত হতে পারেন ভেবে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন কাকলী ফার্নিচারের মালিক এসএম সোহেল রানা।

সোমবার (৩১ মে) শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে এসএম সোহেল রানা বলেন, কাকলী ফার্নিচার প্রতিষ্ঠানটি নেটিজেনদের কাছে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। এরপর থেকে এই প্রতিষ্ঠানের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এর কারণে গ্রাহকরা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

নামাজের সালাম ফেরানোর পর যেসব দোয়া-তাসবিহ পড়তেন নবীজি

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু


এছাড়া অজ্ঞাত অনেকে আমার প্রতিষ্ঠানের নাম এবং ছবি ব্যবহার করে আসছে। আমার জনপ্রিয়তা দেখে প্রতিষ্ঠানটির ক্ষতি করার লক্ষ্যে এ ঘটনা ঘটানো হচ্ছে।

news24bd.tv / নকিব