করোনা কিন্তু লুকিয়ে রাখার বিষয় না। এটিকে কোনোভাবেই লুকিয়ে রাখা যাবেও না। সীমান্তবর্তী জেলাগুলো একে একে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
খোদ স্বাস্থ্য অধিদপ্তরই স্বীকর করছেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলোর দিকে নজর দেয়ার অনুরোধ জানিয়ে গত কয়েকদিন ধরে টানা কথা বলেছি। নিউজ২৪-এর একটি টক শো’য় অনেকটা উপযাচক হয়েই সীমান্তে করোনার বিস্তার নিয়ে কথা বলেছিলাম।
আজ আরেকটা কথা বলি। রোহিঙ্গা ক্যাম্পের দিকে নজর দিন। প্রাপ্ত তথ্য বলছে, রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণের সংখ্যাটাও বাড়ার দিকে। একসঙ্গে সীমন্ত আর রোহিঙ্গা ক্যাম্পে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেটি সামাল দেয়া কঠিন হয়ে পরবে।
আরও পড়ুন:
শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ |
‘করোনা গরীবদের হয় না, গ্রামে হয় না’- এই আপ্তবাক্য ক্রমশ: ভুল প্রমাণিত হচ্ছে। করোনার গত বছর আর এ বছর যে একই হবে- এইরকম ভাবাটা মোটেও সুবিবেচনাপ্রসূত হবে না।
শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ
news24bd.tv নাজিম