‘ভারতের সাথে সুসম্পর্ক মানে কাশ্মীরের জনগনের সাথে বেইমানি’

‘ভারতের সাথে সুসম্পর্ক মানে কাশ্মীরের জনগনের সাথে বেইমানি’

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (৩০ মে) পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আগে কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান করে পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুই দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেয়া ঠিক হবে না।

পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণার শামিল হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন, তাদের সঙ্গে বেঈমানি করা হবে। কারণ দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

নামাজের সালাম ফেরানোর পর যেসব দোয়া-তাসবিহ পড়তেন নবীজি

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু


প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে।

এর একটি হলো লাদাখ, অপরটি জম্মু-কাশ্মীর। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত, তা এর মাধ্যমে খারিজ হয়ে যায়।

অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদির সরকার।

news24bd.tv / নকিব