জনসংখ্যা বাড়াতে চীনে তিন সন্তান নীতির অনুমোদন

জনসংখ্যা বাড়াতে চীনে তিন সন্তান নীতির অনুমোদন

অনলাইন ডেস্ক

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিন সন্তান নীতির এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে চীন সরকার। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, এখন থেকে চীনা নাগরিকেরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তাদেরকে কোন সরকারি বাধার সম্মুখীন হতে হবে না।

জনসংখা বৃদ্ধির লাগাম টানতে ২০১৬ সালে চীনে এক-সন্তান নীতিগ্রহণ করে। এতে বলা হয়, একের অধিক সন্তান হলে তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না বলে তখন প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরে তা দুই সন্তান পর্যন্ত শিথিল করা হয়।

কিন্তু জাপান আর ইতালির মতো জন্মহার আশঙ্কাজনক হারে করে যাওয়ায় চীন সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন তিন-সন্তান নীতি অনুমোদন করেছে।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ


এ মাসের শুরুর দিকে চীনে একটি জরিপে দেখা যায়, ১৯৫০ সালের পর এই প্রথম জন্মহার সবচেয়ে কম।  

এতে দেখা যায়, ২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্ম দেওয়ার হার ছিল ১ দশমিক ৩। যে কারণে জন্মহার বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

news24bd.tv / নকিব