ভারতে চুরি যাওয়া টাকার শোকে বৃদ্ধের মৃত্যু

ভারতে চুরি যাওয়া টাকার শোকে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের গুজরাট রাজ্যের ভারুচ শহরের। ঘর থেকে নগদ টাকা ও গয়না মিলে প্রায় ২৫ লাখ রুপি চুরি যাওয়ায় সেই শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজারের।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সুরাট থেকে ভারুচে গ্রামের বাড়িতে এসেছিলেন প্রকাশচন্দ্র রাও।

অনুষ্ঠান শেষে স্বামী-স্ত্রী ঘুমাতে গিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায় প্রকাশের স্ত্রীর। কিসের আওয়াজ, তা দেখার জন্য দরজা খুলতে চান তিনি। কিন্তু দেখেন বাইরে থেকে কেউ দরজা আটকে দিয়েছে।

সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন তিনি। এরপর দুজনে মিলে প্রতিবেশীদের ডাকডাকি শুরু করেন তারা। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে এসে দুজনকে ঘর থেকে বের করে আনেন। তখনও কেউ বুঝেও উঠতে পারেননি ঠিক কি ঘটেছে।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ


হঠাৎ প্রতিবেশীদের নজরে পড়ে প্রকাশের শোবার ঘরের পেছন দরজা খোলা। তখনই সবার সন্দেহ হয় যে বাড়িতে চোর এসেছিল। সন্দেহ হতেই প্রকাশ দৌড়ে ঘরের ভেতরে যান। গিয়ে দেখেন ব্যাগের মধ্যে রাখা নগদ টাকা, গয়না সব উধাও।

বিপুল পরিমাণ টাকা, গয়না চুরি যাওয়ায় রীতিমতো মুষড়ে পড়েন প্রকাশ। কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে প্রকাশের ছেলে জয়কুমার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

news24bd.tv / নকিব