ভারত ফেরত যাত্রীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভারত ফেরত যাত্রীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

Other

করোনা সংক্রমণ রোধে স্থলপথে বাংলাদেশ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে কলকতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার শুরুতে গত ২৬ এপ্রিল থেকে এপর্যন্ত ভারত থেকে ফিরেছেন ৪ হাজারের অধিক বাংলাদেশি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত ভারতফেরত যাত্রীদের মধ্যে করোনা পজেটিভ মিলেছে ৪৭ জনের শরীরে। এদের মধ্যে ৯ জনের শরীরে করেনার ভারতীয় ধরনের উপসর্গ মিলেছে।

 

যশোর জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত ৬ হাজার ৯শ’ ১ জন। এর ভেতর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩শ’ ৮৪ জন। হোম আইসোলশনে রয়েছেন ৩শ’ ৮৭ জন। হাসপাতালে ভর্তি ৫০জন।

আর মারা গেছে ৮০ জন।
 
গত ২৩ মার্চ ৩০ জন, ২৪ মার্চ ২৭ জন, ২৫ মার্চ ৩৬ জন, ২৬ মার্চ ২৪ জন, ২৭ মার্চ ৪৫ জন, ২৮ মার্চ ২৪ জন ২৯ মার্চ ৩৯ জন, ৩০ মার্চ ৪৮ জন ও ৩১ মার্চ ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

news24bd.tv / কামরুল