গাজীপুরের টঙ্গীতে চলমান মেট্রোরেল প্রকল্পের চুরি হওয়া ৪টি ব্যারিয়ার বোর্ডসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এলাকার কামারপাড়াস্থ বিশ্ব ইস্তেমা গেট সংলগ্ন রাস্তার পাশে রাখা মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যবহৃত ব্যারিয়ার বোর্ড চুরি করে নেয় একটি চক্র।
মেট্রোরেল প্রকল্পের আবেদনের প্রেক্ষিতে রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।
দিনভর অভিযান চালিয়ে চারটি ব্যারিকেড বোর্ড উদ্ধার করে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের কাছ থেকে চারটি ব্যারিয়ার বোর্ড এবং চোরাই কাজে ব্যবহৃত তিনটি পিকআপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, চুরি সাথে জড়ির ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
news24bd.tv তৌহিদ