যেভাবে হাজার রকেট আসছে হামাসের হাতে

যেভাবে হাজার রকেট আসছে হামাসের হাতে

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে হাজার হাজার রকেট হামলা চালিয়ে নাস্তানাবুদ করে ছাড়ে। যাপর ফলেসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। তাই হামাসও এই রকেট শক্তিকে বৃদ্ধি করতে নিয়েছে শক্তিশালী পরিকল্পনা।  

প্রতিরোধ যুদ্ধের নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

ভবিষ্যতে আরও প্রবল আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে কাবু করার জন্য তারা হাজার হাজার রকেট তৈরি করছে।

হামাসের পলিটব্যুরোর একজন সদস্য জানান, অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট নির্মাণ কারাখানাগুলো আবার চালু হয়েছে।

এদিকে রোববার (৩০ মে) হামাস নেতা ফাতনি হামাদ জানান, ইহুদিবাদীদের সর্বশেষ আগ্রাসন বন্ধ হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন রকেট উৎপাদন প্রক্রিয়া আবার শুরু করেছে।

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

news24bd.tv/আলী