ঘরে ফেরার ছাড়পত্র পেলেন অজি ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

সিডনি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে ঘরের ফেরার ছাড়পত্র পেয়েছেন আইপিএল খেলে দেশে ফেরা অজি ক্রিকেটাররা। দেশে পা রেখে ১৪ দিন হোটেলে এক রকম বন্দি ছিলেন তারা।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় বাধ্য হয়েই আইপএল স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপরই, শুরু হয় বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর প্রক্রিয়া।

ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় মালদ্বীপ হয়ে দেশে ফেরেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারসহ ক্রিকেটার, কোচ ও অফিশিয়ালসহ মোট ৩৮ জন।  

আর, দেশে ফিরে সিডনি হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের। অবশেষে সে বন্দি দশা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরতে পেরে খুশী অজি ক্রিকেটাররা।

ভারতে শেষের সময়টা মোটেও ভালো ছিলোনা।

আইপিএল বন্ধ হওয়ার পর, দেশে ফেরার কোন বিকল্প ছিলো না। ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিসি উভয় সংস্থাই নিজেদের সাধ্যমত কাজ করেছে। তার ফল স্বরুপ আমরা সুস্থভাবে দেশে ফিরতে পেরেছি। এখানেও একরকম বন্দি জীবন কাটিয়েছি। অবশেষে পরিবারের কাছে ফিরতে পারছি।

news24bd.tv নাজিম