করোনা পরীক্ষা নিয়ে জার্মানিতে দুর্নীতির অভিযোগ

করোনা পরীক্ষা নিয়ে জার্মানিতে দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক

দ্রুত করোনা পরীক্ষার লক্ষ্যে গঠিত জার্মানির বেসরকারি কেন্দ্রগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। মূলত করোনা পরীক্ষার সংখ্যা ব্যপকভাবে বাড়াতে জার্মান সরকারের নেয়া নতুন পদক্ষেপের কারণে এই দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মার্চ মাস থেকে সপ্তাহে কমপক্ষে একবার বিনামূল্যে করোনা টেস্ট করানোর সুযোগ পাচ্ছেন জার্মানিরা। এই পরীক্ষায় করোনা সংক্রমণের প্রমাণ না মিললে রেস্তোরা ও শপিং মলে প্রবেশের সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিকেরা।

দেশজুড়ে এমন টেস্টের সুযোগ করে দিতে সরকার উদারতার পরিচয় দিয়ে অসংখ্য বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষা করার অনুমোদন দিয়েছে এবং টেস্টের ব্যয় পুরোপুরি বহন করছে। ওই সুযোগে অনেকেই দুর্নীতির আশ্রয় নিয়ে মোটা টাকা কামিয়ে নিচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে।


আরও পড়ুন


শিক্ষার্থী-রোহিঙ্গাদের জন্য অনুদানের টাকা আত্মসাৎ করেছেন মামুনুল-কাসেমি: ডিবি

আবার রকেট তৈরি শুরু করেছে হামাস: ফাতনি হামাদ

ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ


এই অভিযোগের ওপর ভিত্তি করে গত শনিবার থেকে দেশটিতে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটির প্রমাণও মিলেছে।

কোলন শহরে একটি পরীক্ষা কেন্দ্রে বাস্তবে ৭০ জনের করোনা পরীক্ষা হলেও এক হাজার পরীক্ষার জন্য সরকারি ভর্তুকি নেয়া হয়েছে। এছাড়া দ্রুত পরীক্ষার ফলাফল দেয়ার চাপ থাকায় এ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে দেশটিতে।

সরকার জনপ্রতি ১৮ ইউরো দেয়ার ফলে এভাবে বিশাল অঙ্কের মুনাফা করছে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

news24bd.tv / নকিব