ফলন ভাল হলেও লোকসান গুণছেন গাইবান্ধার ভুট্টা চাষিরা

Other

গাইবান্ধা জেলায় এ বছর ভুট্টার আশানুরুপ উৎপাদন হয়েছে। কৃষকদের অভিযোগ, ফলন ভাল হলেও বাজার দর না থাকায় লোকসান গুণতে হচ্ছে তাদের।

করোনার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা না আসাকেই দুষছেন তারা। তবে চরাঞ্চলের কৃষকদের প্রধান এ ফসল বাজারজাত করনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিযেছে কৃষি বিভাগ।

 

গাইবান্ধা জেলার বিস্তির্ন চরাঞ্চলে প্রতিবছর ভুট্টা চাষ হয়। এ বছরও চরাঞ্চলে ভুট্টার আবাদ করেছেন কৃষকরা। প্রতিবছর ভুট্টা আবাদ করে লাভের মুখ দেখলেও করোনার কারণে এবার  পাল্টে গেছে সে চিত্র।

কৃষকরা জানান, প্রতি ২০ বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা।

তবে লাভ হয় দ্বিগুণ। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারা এসে ভুট্টা কিনে নিয়ে যান। তবে করোনার কারণে ক্রেতারা না আসায় স্থানীয় হাট বাজারে বিক্রি করতে হচ্ছে ভুট্টা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। অনেকেই আবার বেশি দামে বিক্রির আশায় উৎপাদিত ভুট্টা তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুচরে স্তুূপ করে রেখে দিয়েছেন।  

আরও পড়ুন:

 টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 কানাডায় হিমবাহ ধসে নিহত ২

 ঘরে ফেরার ছাড়পত্র পেলেন অজি ক্রিকেটাররা

 মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক

 

সংশ্লিষ্টরা বলছেন, চরাঞ্চলের কৃষকদের ভুট্টা বাজারজাত করার জন্য সব ধরনের  সহযোগিতা করা হচ্ছে।
 
কৃষি বিভাগের হিসেবে এবার গাইবান্ধা জেলার সাত উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।

news24bd.tv নাজিম