স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেবে হাবিপ্রবি

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেবে হাবিপ্রবি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেবে হাবিপ্রবি 

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে সশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী ১০ জুন থেকে যে কোন অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে।

তবে এর আগে আগে কোনো পরীক্ষা নেয়া হবে না। এবার অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে সব হল বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে সশরীরে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
তবে পরীক্ষা দেয়ার আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দিতে হবে। আর বিদেশি শিক্ষার্থী যারা আছেন তারা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন/চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করেন প্রথম স্ত্রী

ফিলিস্তিনে উচ্ছেদ অভিযান প্রায় দ্বিগুণ বাড়িয়েছে ইসরাইল

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়ল

এ ছাড়া ব্যাচ অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষা নেয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানান তিনি।

পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পায় সে লক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান। পরীক্ষা গ্রহণের ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণের কার্যক্রম চলছে।

news24bd.tv এমিজান্নাত