ঘুরে আসুন চায়না বাঁধ

ঘুরে আসুন চায়না বাঁধ

অনলাইন ডেস্ক

ঘুরে আসুন চায়না বাঁধ


নদীর চরে সাদা উইন্ডমিল। নীল আকাশে উইন্ডমিলের সাদা পাখাগুলো দৃষ্টি কাড়ছে অনেকের। গরমেও বিকেল থাকে ছিল শীতল। যমুনা নদীতে সারি সারি নৌকা দোল খেলছে।

চারদিকে বাতাসের শো শো শব্দ। দু’পাশেই নদী। সবুজ ঘাসে দাঁড়িয়ে যতদূর চোখ যায় পানি আর পানি। এ বাঁধের রুপ মনকে নাড়িয়ে দেয়।

শহর থেকে ২ কিলোমিটার দূরে নদীর কূল ঘিরে তৈরি করা হয়েছে এই বাঁধ। এই বাঁধের ধাঁর ঘেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সীমানা। মূল ফটক থেকে আরও ২ কিলোমিটার গভীরে চলে গেছে বাঁধের শেষ প্রান্ত।
একটি নদীর তীর এতো সুন্দর হয়, ঘুরে না আসলে বিশ্বাস হবে না৷

কিভাবে যাবেন
মহাখালী কিংবা মিরপুর ২ এর বাস ছাড়াও উত্তরবঙ্গগামী যেকোন বাসে সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে চায়না বাধে যেতে পারবেন। মনসুর আলী ষ্টেশন থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশনে এসে রিকশা ভাড়া করে চায়না বাঁধে যেতে পারবেন।

news24bd.tv এমিজান্নাত