কাদের মির্জার বাড়িতে গুলি, ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

কাদের মির্জার বাড়িতে গুলি, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির সামনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির প্রধান ফটকে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং শর্টগান দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।

এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাদের মির্জা বসুরহাট পৌরভবনেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন:

 বাংলা টিভি ইউকের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

 চীনের আরও একটি টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 গুরুদাসপুরে পাট ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে কাদের মির্জা সাহেবের বাড়ির সামনের বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এডিশনাল এসপি শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে ১৬ ও ২৩ এপ্রিল দুইবার ককটেল হামলার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

news24bd.tv নাজিম