এদেশে বহু লোক আছে,যাদের সুখে থাকলে ভূতে কিলায় অবস্থা!

এদেশে বহু লোক আছে,যাদের সুখে থাকলে ভূতে কিলায় অবস্থা!

Other

আমেরিকার লোকজন এখন গণহারে ভ্যাকসিন পাচ্ছে। রেজিস্ট্রেশন করে বসে থাকা লাগে না। একপ্রকার ঘর থেকে বের হলেই ভ্যাকসিন নিতে পারে। Walk in vaccination! 

তারপরও এদেরকে ভ্যাকসিন দেয়ার জন্য কতো উৎসাহ দেয়া লাগে।

কতো ব‍ুঝানো লাগে। কতো অফার, প্রাইজ, গিফ্ট দেয়া লাগে। কতো নরম সুরে বলতে হয়-We highly recommend you to take vaccines ! 

উবার অফার দিছে-ভ্যাকসিন দেয়ার জন্য উবারে যাতায়ত করলে ভাড়া লাগবে না।  

হরেক জাতের কোম্পানি হরেক জাতের ফ্রি জিনিসপত্র (Freebies) দিচ্ছে!

আমার প্রতিষ্ঠান সকল এমপ্লয়িদের ভ‍্যাকসিনেশন নিশ্চিত করতে, ভ‍্যাকসিন উৎসবের আয়োজন করছে।

যারা ভ‍্যাকসিন দেয়নি, তাদের জন্য অফিসে ভ‍্যাসকিন নিয়ে আসা হবে। এমপ্লিয়দের পরিবারের সদস্যরাও যেতে পারবে। সেখানে ফ্রিবিজ থাকবে। উৎসব উৎসব একটা ভাব! 

দুনিয়ার সব মানুষের একটা কমন সমস্যা আছে। মানুষ যখন সহজে কোনকিছু পায়, তখন সেটার দাম দিতে চায় না। ভ‍্যাকসিনের জন্য কাড়াকাড়ি করতে হইলে বুঝতো। এক ডোজ দিয়ে আরেক ডোজের জন্য আগামী মহামারি পর্যন্ত বসে থাকলে বুঝতো। এদেশে বহু লোক আছে-যাদের সুখে থাকলে ভূতে কিলায় অবস্থা! 

আরও পড়ুন:

 আরবি-বাংলা অক্ষরে চিরকুট নিয়ে আসা সেই ‘কণ্ঠী ঘুঘু’ অবশেষে অবমুক্ত

 বাংলা টিভি ইউকের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

 চীনের আরও একটি টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 গুরুদাসপুরে পাট ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

 

কিছু লোক ভয়ে ভ‍্যাকসিন নেয় না। কিছু লোক রাজনৈতিক কারণে ভ‍্যাকসিন নেয় না। কিছু লোক ভ‍্যাকসিন বিশ্বাস করে না। ভ‍্যাকসিনকে ধর্ম-বিরোধী মনে করে। ভ‍্যাকসিনের মাধ‍্যমে যদি শরীরে মাইক্রো চিপস ঢুকিয়ে দেয়-তাইলে কি হবে?

আজব মানুষের অভাব কোথাও কম নাই।  

রউফুল আলম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক