ঢাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রাকৃতিক পদ্ধতিতে জোর দেয়ার পরামর্শ

Other

মাত্র তিনটি পদ্ধতি অনুসরণ করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ঢাকা। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য প্রাকৃতিক পদ্ধতিতে জোর দেয়ার পরামর্শ দিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাবদ্ধতা দূর করতে সঠিক পরিকল্পনায় নেই সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা।  

হাতিরঝিলকে মডেল হিসাবে পরিকল্পনা গ্রহণ করলে অচিরেই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে মানুষ।  

বৃষ্টি মাঝে মধ্যে স্বস্তির বারতা নিয়ে আসলেও, তা ভারী বর্ষণ রূপ নিলে, হয়ে ওঠে চরম ভোগান্তি।

বিশেষ করে, জুন-জুলাইর অতি বৃষ্টি রাজধানীবাসীর কাছে চরম মাত্রায় ভোগান্তির নাম।  

যানজটের নগরী তখন, জলজটে চাপা পড়ে। অথচ প্রতিবছরই জলাবদ্ধতা দূর করতে ঢাকার দুই সিটি কর্পোরেশন ও ওয়াসা কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেয়। কিন্তু এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার রাস্তা।

 

আরও পড়ুন:

 আরবি-বাংলা অক্ষরে চিরকুট নিয়ে আসা সেই ‘কণ্ঠী ঘুঘু’ অবশেষে অবমুক্ত

 বাংলা টিভি ইউকের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

 চীনের আরও একটি টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 গুরুদাসপুরে পাট ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

 

মৃত্যু ফাঁদ হয়ে ওঠে একেকটি সড়ক। বুয়েটের সাবেক এই অধ্যাপক মনে করেন, সমস্যা সমাধানে সঠিক পরিকল্পনায় নেই নগর প্রশাসনের। এক দশক আগে জলাবদ্ধতায় প্রায় ডুবে থাকতো মগবাজার, রামপুরাসহ আশপাশের এলাকা। কিন্তু হাতিরঝিলের কার্যকরী নকশায় বদলে গেছে পুরোনো পরিবেশ।  

বিশ্লেষকরা বলছেন, হাতিরঝিলের আদলে নগরীর ১২টি খাল নকশা করা হলে ইতিবাচক ফল আসবে পুরো ঢাকায়। জলাবদ্ধতা কমাতে সরকারের পাশাপাশি, নগরবাসীকে বেশি বেশি ছাদবাগান করার পরামর্শ দিয়েছেন নগরবিদরা।    

news24bd.tv নাজিম