পাঁচটায় বসবে সংসদ

পাঁচটায় বসবে সংসদ

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার বিকেল ৫ টায়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত।

বৃহস্পতিবার নতুন অর্থ বছরের (২০২১-২২ বাজেট) পেশ হবে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

বুধবার বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হওয়ার পরপরই মূলতবি হয়ে যাচ্ছে। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনও সদস্যের মৃত্যুতে পরবর্তী অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবের পর মূলতবি করা হয়। তবে সংসদ সচিবালয় থেকে বুধবারের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য প্রথম ৩০ মিনিট নির্ধারিত রাখা হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি মন্ত্রণালয়-বিভাগের প্রশ্ন-জিজ্ঞাসা এবং উত্তর রয়েছে দিনের কার্যসূচিতে।

একই সঙ্গে একাত্তর বিধিতে মনযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তির বিষয়টিও রাখা হয়েছে। শোক প্রস্তাব গ্রহণের পর দিনের অন্যান্য কার্যসূচি মূলতবি রাখা হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে।

চলতি সংসদের দুই সদস্য ৪ এপ্রিল আসলামুল হক ও ১৪ এপ্রিল আব্দুল মতিন খসরু মারা যান। বুধবারের বৈঠকে তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। গত ১১ মে বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর