প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রায়িসি

প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রায়িসি

অনলাইন ডেস্ক

জনগণের সমস্যা সমাধান ও দুঃখ-হতাশা থেকে তাদের মুক্তি দেওয়ার লক্ষ্যে এ বছরের নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

গত মঙ্গলবার তেহরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের এ প্রার্থী জানান, দেশে বিরাজমান সমস্যার সমাধান আমার জানা আছে। আর জানি বলেই প্রেসিডেন্ট প্রার্থী হয়েছি। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সরকারি অফিস-আদালত থেকে দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

জনগণের ডাকে সাড়া দিয়ে তাদেরই সমস্যা সমাধানে প্রেসিডেন্ট হতে চান রায়িসি। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে তিনি দেশের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা রাখছেন।
ইরানের বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি টানা দুই বার অর্থাৎ আট বছর এই দায়িত্বে রয়েছেন। তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না, কারণ সংবিধানে এর অনুমোদন নেই।


আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন সাতজন।
সূত্র: পার্সটুডে

news24bd.tv / এমিজান্নাত