বোরকা পরে আদালতে সরফরাজ

বোরকা পরে আদালতে সরফরাজ

অনলাইন ডেস্ক

অদ্ভুত এই বিশ্বে হরহামেশাই কত বিচিত্র ঘটনাই ঘটে।   যার মধ্যে কিছু ঘটনা চাঞ্চল্যকর যা আলোড়ন তুলে বিশ্বের এ প্রান্ত  হতে অন্য প্রান্ত পর্যন্ত। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে  পাকিস্তানের আদালতে।  

অপহরণের একটি মামলায় বোরকা পরে আদালতে হাজির হন সরফরাজ নামে  এক ব্যাক্তি।

মুলত সে আদালতে এসেছিলো অন্তবর্তীকালীন জামিনের জন্য।   কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। বুধবার পাকিস্তানের লাহোর হাইকোর্টে এ ঘটনা ঘটে।   

খালিজ টাইমসের খবরে বলা হয়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সরফরাজ।

তার বেশভুষা দেখে সন্দেহ হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে আসল সত্য।

লাহোরের মিশ্রি সাহা এলাকায় বিয়ে করেছিলেন সরফরাজ। কিন্তু মেয়ের বাবা তার বিরুদ্ধে অপহরণের মামলা দেন। এদিন সেই মামলায় আগাম জামিন নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।  

গ্রেফতার হওয়ার পর সরফরাজ বলেন, মেয়ের পরিবারের সঙ্গে সংঘাত এবং গ্রেফতার এড়াতে বোরকা পরে আদালতে আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নেই।  

news24bd.tv/আলী 

এই রকম আরও টপিক