পরিকল্পনামন্ত্রীর আইফোন ছিনতাই বিক্ষিপ্ত ঘটনা :মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

পরিকল্পনামন্ত্রীর আইফোন ছিনতাই বিক্ষিপ্ত ঘটনা :মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাইয় বিক্ষিপ্ত ঘটনা বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, এটা সামগ্রিক চিত্র নয়। এটা দুঃখজনক, তবে শুধু মন্ত্রী নয়, সবার ব্যাপারেই আমরা উদ্বিগ্ন।

আমরা বিক্ষিপ্তভাবে অনেক অপরাধের কথাও সভায় আলোচনা করেছি। দুর্বৃত্তায়ন, হত্যা, খুন সব দেশেই হচ্ছে। এর অর্থ এই নয় যে, এটা সামগ্রিক চিত্র।

তিনি বলেন, এখন রাস্তাঘাটে যে ছিনতাই হচ্ছে না এমন নয়, হচ্ছে এবং প্রতিকারের জন্য চেষ্টা করা হচ্ছে।

তিনি  আরও বলেন, বাংলাদেশে গুগল ও অ্যামাজন ভ্যাটের আওতায় এসেছে। দেশে যদি গুগলের অফিস থাকতো তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যেত। সেজন্যই বাংলাদেশে গুগলের অফিস করার অনুরোধ করেছি। যদি অফিস না করে বিকল্প কী করা যায় সেটা ভাবা হবে। আমরা চাই সবাই আইনের মধ্যে থাকুক।

তিনি আরও বলেন, বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বিজ্ঞাপন দেয়, কীভাবে টাকা পরিশোধ হয় সেটা বৈধ পথে যায় কিনা, এসব তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে।

news24bd.tv/আলী