অ্যাপেই দেশে সাইবার ক্রাইম বাড়ছে

Other

বাংলাদেশে অনলাইন এবং অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ বাড়ছে ৷ জুয়া, পর্নোগ্রাফি ও মানব পাচার কিছুই বাদ যাচ্ছে না। সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, এতে জড়িয়ে পড়ছে কিশোর-তরুণরা৷ সিআইডি প্রধান মনে করেন, সাইবার অপরাধ দমনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে বিশেষ ভূমিকা।

প্রযুক্তির অপব্যবহারেই বাড়ছে অপরাধ। বহুমাত্রিক এসব অপরাধের কারণে বেড়েই চলেছে সামাজিক ও পারিবারিক অস্থিরতা।

টিকটক ঘিরে এমন অনেক অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিদিন। ভিডিও কন্টেন্টে লাইক, কমেন্ট পাওয়ার জন্য মরিয়া গ্যাংগুলো মুহূর্তেই জড়িয়ে যাচ্ছে বিরোধে। যার পরিণতি এমনই নির্মম।

সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা টিকটক দুনিয়ার ভয়াবহতা তুলে ধরেছে।

এর আগেও ঢাকায় সংঘবদ্ধ ধর্ষণ করে একটি ‘টিকটক কিশোর গ্যাং গ্রুপ’। গ্রেফতার হয় অপু নামে এক কিশোর।

নিউজ টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান জানান, কিশোর গ্যাং কালচারের ধরন বদলানোর কথা ।

সিআইডি প্রধান বলেন, সন্তানের প্রতি পরিবারের নজরদারি বাড়ানোর কোনা বিকল্প নেই।  
তিনি মনে করেন, অনেকক্ষেত্রে সন্তানরা বাবা-মায়ের সরলতার সুযোগ নিয়ে বখে যায়।

পাড়া-মহল্লার খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সুযোগ না থাকায় ছেলেমেয়েরা নেট দুনিয়াতেই সব খুজছে। ফলে স্বাভাবিক জীবন যাপনের বদলে অভ্যস্ত হয়ে পড়ছে অনাচারে।

news24bd.tv/আলী