খালেদার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার মুক্তি কেন হচ্ছে না তা ভেবে দেখতে হবে। এই ব্যর্থতার দায় তার দল এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

বুধবার জাতীয় প্রেসক্লাবে জাগপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

সম্মেলনে জাফরুল্লাহ বলেন,  বাংলাদেশের  গণতন্ত্রকামী মানুষের নেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন। খালেদা জিয়া অসুস্থ তার কারামুক্তি দাবি করেন তিনি। জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়ার ওপর অন্যায়ভাবে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান তিনি।

 

এসময় মান্না বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। করোনা একই সমযে ভারতের ভেরিয়েন্ট এবং টিকা নিয়েও সমালোচনা করেন তারা।

news24bd.tv/আলী