খুলনায় ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

খুলনায় ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

Other

খুলনার খালিশপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রকি মো. জসিম (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে খুলনা সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এবং আরিফুল ইসলাম।

আরও পড়ুন:


পাঁচটায় বসবে সংসদ

ঢাকা ১৪, কুমিল্লা ৫ ও সিলেট ৩ আসনে উপনির্বাচনের তারিখ প্রকাশ

চলন্ত বাস থেকে শিশুসহ স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডাকাত আখ্যা দিয়ে ধাওয়া করে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা


জানা যায়, বুধবার দুপুরে সরকারি মহসিন কলেজে রকি মো. জসিম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে তখন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত হন। পুলিশকেও সংবাদ দেওয়া হয়।


রকিকে জিজ্ঞাসাবাদ করলে দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা বলেন, অভিযুক্ত রকি দোষ স্বীকার করায় কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে ৫০৯ ধারা মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv তৌহিদ