করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে

করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে

অনলাইন ডেস্ক

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন এবং মারা গেছে ৩৭ লাখ ছয় হাজার ২৯৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯০ হাজার ৭২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: 


পাঁচটায় বসবে সংসদ

ঢাকা ১৪, কুমিল্লা ৫ ও সিলেট ৩ আসনে উপনির্বাচনের তারিখ প্রকাশ

চলন্ত বাস থেকে শিশুসহ স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডাকাত আখ্যা দিয়ে ধাওয়া করে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা


বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন এবং মারা গেছে ছয় লাখ ১১ হাজার ২০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ৩৮ হাজার ১৩ জন।

news24bd.tv তৌহিদ