আবারও পুলিশের খপ্পরে টাইগার-দিশা

আবারও পুলিশের খপ্পরে টাইগার-দিশা

অনলাইন ডেস্ক

লকডাউন বিধি ভাঙার অপরাধে টাইগার শ্রফ ও দিশা পাটানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গাড়িতে করে দুজনে ঘুরে বেড়ানোয় তাদের বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়।

ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় বলিউডের এ জুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের মতে, দুপুর ২টার পরও বাইরে থাকার কোন উল্লেখযোগ্য কারণ দেখাতে পারেননি তারা।

জামিনযোগ্য ধারা হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বলে জানায় পুলিশ।

news24bd.tv

মঙ্গলবার লকডাউন বিধি অমান্য করার কারণেই মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন ব্যান্ডস্ট্যান্ড এলাকায় দিশা-টাইগারের গাড়ি আটকানো হয়। টাইগার বসেছিলেন পেছনের সিটে। আর চালকের পাশে বসেছিলেন দিশা।

জিম থেকে বের হয়ে ওই এলাকায় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন তারা।


আরও পড়ুন


জনসংখ্যা বাড়াতে চীনে তিন সন্তান নীতির অনুমোদন

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ

তিন মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা


যদিও জাতীয় পরিচয় পত্রসহ অন্যান্য কাগজপত্র দেখার পরই ছেড়ে দেওয়া হয় দিশা ও টাইগারকে।

১৫ জুন পর্যন্ত আপাতত লকডাউন ঘোষিত রয়েছে মুম্বাইয়ে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নিয়ম জারি রয়েছে।

news24bd.tv / নকিব