ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক

কয়েক ঘন্টার ব্যবধানে ইরানে দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। গতকাল দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ খারগ ওমান উপসাগরে ডুবে যায়। এরই কয়েক ঘণ্টা পরেই দেশটির রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি।

তবে আগুন লাগার পর থেকেই তোন্দগুয়ান শোধনাগারটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের প্রধান মনসুর দারাজাতি বলেছেন, শোধনাগারে একটি তরল গ্যাস পাইপলাইনে লিক থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটেছে। তবে কি কারণে এই অগ্নিকানণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।


আরও পড়ুন


বরফ গলে আয়তন কমছে আইসল্যান্ডের!

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ

তিন মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা


স্থানীয় মিডিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী পৌঁছায়। টিভির ফুটেজে দেখা যায়, শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। তেহরানের বিভিন্ন অংশ থেকেও এই আগুনের শিখা দেখা যায়।

news24bd.tv / নকিব