সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের

সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের

অনলাইন ডেস্ক

সীমান্ত পার হয়ে কোনও বিড়াল ও কবুতর প্রবেশ করলে হত্যা নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। তবে করোনাভাইরাস প্রতিরোধে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে দাবি করছেন। খবর মিররের।

কিম বলেন, সীমান্ত পেরিয়ে চীন থেকে উত্তর কোরিয়া করোনাভাইরাস নিয়ে আসছে বিড়াল ও কবুতর।

জানা গেছে, উত্তর কোরিয়ায় করোনার প্রকোপ খতিয়ে দেখতে তদন্তে নামে প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে করোনার ছড়ানোর জন্য বিড়ালদের দায়ী করা হয়েছে। এরপরই চীনের সীমান্ত পেরিয়ে কোনও পশু বা পাখি উত্তর কোরিয়ায় ঢুকলেই গুলি করে মেরে ফেলার নির্দেশ জারি করেছেন তিনি।


আরও পড়ুন


বরফ গলে আয়তন কমছে আইসল্যান্ডের!

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

তিন মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা


এমনকি যারা বিড়াল পোষেন তাদেরকেও কর্তৃপক্ষের রোষানলে পড়তে হচ্ছে।

এজন্য তাদের শাস্তির পাশাপাশি আইসোলেশনেও থাকতে হচ্ছে।

তবে কিমের এমন আদেশে জনগণের একটি বড় অংশ ক্ষুদ্ধ বলেও শোনা যাচ্ছে। তবে কিম যে জনগণের মতামতের তোয়াক্কা করেন না এটা দিনের আলোর মতোই পরিষ্কার।

news24bd.tv / নকিব