টিকার দীর্ঘসূত্রিতায় জন্য দায়ী কর্মকর্তারা হত্যাকারী: দিল্লি হাইকোর্ট

টিকার দীর্ঘসূত্রিতায় জন্য দায়ী কর্মকর্তারা হত্যাকারী: দিল্লি হাইকোর্ট

অনলাইন ডেস্ক

করোনা টিকার দীর্ঘসূত্রিতার জন্য দায়ী কর্মকর্তাদের ‘হত্যাকারী’ হিসেবে চিহ্নিত করে মামলা করা উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছে দিল্লির হাইকোর্ট। বৃহস্পতিবার (৩ জুন) দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন এবং বিচারপতি নাজমি ওয়াজিরির ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত শুনানিতে এমন পর্যবেক্ষণ দেয়।

দেশটির কেন্দ্রীয় সরকারের টিকা নীতি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এর ব্যাখ্যাও জানতে চেয়েছে তারা।

আদালত বলেছে, ‘গোটা দেশে টিকার ঘাটতি রয়েছে। মানুষ টিকা নিতে চেয়েও নিতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনাদের টিকার উৎপাদন থেকে জোগানের প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে বন্ধ করতেই হবে। যেভাবে হোক টিকার জোগান বাড়াতে হবে।

বিচারপতিদ্বয় বলেছেন, ‘এখন তদন্ত, অডিট নিয়ে ভাবার সময় নয়। কারণ, টিকার জোগানের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের মতে, যাদের জন্য এটা হচ্ছে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা উচিত। ’


আরও পড়ুন


বরফ গলে আয়তন কমছে আইসল্যান্ডের!

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ‘প্যানাসিয়া বায়োটেক’ নামে এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতেই এসব পর্যবেক্ষণ দিয়েছে দিল্লির হাইকোর্ট।

রাশিয়ার একটি বিনিয়োগ সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভারতে ‘স্পুৎনিক-ভি’ টিকা তৈরির কাজ করার কথা সংস্থাটির।

news24bd.tv / নকিব