টিকা নিলেই পাওয়া যাবে এক বোতল বিয়ার!

টিকা নিলেই পাওয়া যাবে এক বোতল বিয়ার!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন এক বোতল করে বিয়ার। করোনা টিকা গ্রহণকারীর লক্ষ্যমাত্রা পূরনে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ককে কমপক্ষে এক ডোজ করোনা টিকার দেয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

সিএনএন জানায়, সাধারণ মানুষের মধ্য থেকে করোনার টিকা নেয়ার অনীহা দূর করতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এমন একাধিক লোভনীয় প্রস্তাব।

কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মচারীদের বেতনসহ ছুটিও দিচ্ছে।


আরও পড়ুন


বরফ গলে আয়তন কমছে আইসল্যান্ডের!

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের


এক পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৩ শতাংশ প্রাপ্তবয়স্ক কমপক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। টিকার দুই ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ মানুষ।

news24bd.tv / নকিব