কোম্পানির করহার কমানোর প্রস্তাব

কোম্পানির করহার কমানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক

২০২১-২২ অর্থবছরের বাজেটে কোম্পানির করহার হ্রাস করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানির করহার ২৫ শতাংশ, তা কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। শেয়ারবাজারে নিবন্ধিত নয়, এমন কোম্পানির করহার ৩২ দশমিক ৫ শতাংশ, তা কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

এক ব্যক্তিভিত্তিক কোম্পানির করহার ৩২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

তবে শেয়ারবাজারে নিবন্ধিত ব্যাংক ও বিমা কোম্পানির করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ করহার ৩৭ দশমিক ৫ শতাংশ। অনিবন্ধিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহারও অপরিবর্তিত থাকবে। বর্তমানে এ কারহার ৪০ শতাংশ।

মার্চেন্ট ব্যাংকের করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, ৩৭ দশমিক ৫ শতাংশ।

news24bd.tv / এমিজান্নাত