১০ দিনে বগুড়ার পাইকারী বাজারে

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা

Other

বগুড়ার বাজারে পেঁয়াজের দর উর্ধ্বমুখী। গেল ১০ দিনে পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এতে  ক্রেতা সাধারনের নাভিশ্বাস উঠেছে।

ভারতীয় পেয়াজ আমদানী বন্ধ থাকায় বাজারে দাম বেড়েছে এমন অজুহাত ব্যবসায়ীদের । তবে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে দাবি সংশ্লিস্টদের।  

 গেল কয়েকদিন ধরে বগুড়ার বিভিন্ন বাজারে বেড়েছে পেঁয়াজের দর । গেল ১০ দিন আগে যে  পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩১ টাকায় বর্তমানে তা বিক্রি হচ্ছে   ৪৪ থেকে ৪৫ টাকায় ।

আর  খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে   ৫০ থেকে ৫৫ টাকায়।  

বিক্রেতারা বলছেন,  বর্তমানে সাধারণত পাবনা, নাটোর, কুষ্টিয়া থেকে দেশী জাতের পেঁয়াজ কিনে আনছেন তারা। এ অবস্থায়  পরিবহন খরচ  ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে পেঁয়াজের দর।  

দর বৃদ্ধির কারণ হিসেবে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকাকেই দুষছেন ব্যবসায়ী নেতারা। পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক, রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায় সমিতি, বগুড়া। নিত্যপ্রয়োজণীয় এই পন্যর দাম বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ সাধারণ ক্রেতারা।
 
কোন ব্যবসায়ী যেন অযথা দাম বাড়াতে না পারে সে জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে এমন দাবি সংশ্লিস্টদের।

বগুড়া জেলায় ৩ হাজার ৮শ হেক্টর জমিতে ৪২ হাজার মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন হয়।  

news24bd.tv / কামরুল