সশরীরে পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

সশরীরে পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো ২০ জুনের পর থেকে সশরীর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো পর্যায়ক্রমে শুরু করতে পারবে সংশ্লিষ্ট বিভাগ। তবে এ ক্ষেত্রে সেসব কোর্সের ক্লাস অনলাইনে শেষ হতে হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চ্যুয়াল মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ২০ জুনের পর থেকে সশরীর শুরু করতে পারবে। এসব পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে। এছাড়া ৪ জুলাই থেকে বিভাগগুলো ২০২০ সালের যেকোনো একটি বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা সশরীর শুরু করতে পারবে।

 

আর পর্যায়ক্রমে ২০২০ সালের অন্যান্য বর্ষ বা সেমিস্টারের পরীক্ষাগুলো নেওয়া যাবে। বিভাগীয় একাডেমিক কমিটিগুলো বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর তারিখের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বিভিন্ন বিভাগে ২০১৯ সালের পরীক্ষা শুরু হলে কিছু বিভাগের পরীক্ষা শেষ আগেই স্থগিত হয়ে যায়।

news24bd.tv / এমিজান্নাত