মাসে ২৫ লাখ টিকা দেয়া হবে : অর্থমন্ত্রী

মাসে ২৫ লাখ টিকা দেয়া হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে করোনা নিয়ন্ত্রণে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে তিনি এ পরিকল্পনার কথা জানান। পর্যায়ক্রমে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার কথাও জানানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার।

বাজেটে ভ্যাকসিন ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখব আমরা।

উন্নয়ন অংশীদারদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, সরকারের টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যাবে।

news24bd.tv/আলী