‘রাধে’ সিনেমা দেখে যা বললেন সালমানের বাবা

রাধে ছবির একটি দৃশ্যে সালমান খান

‘রাধে’ সিনেমা দেখে যা বললেন সালমানের বাবা

অনলাইন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমানের ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ । মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। ছবিটি দেখে এবার হতাশা প্রকাশ করলেন সালমান খানের বাবা সেলিম খান।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে তিনি বলেন, ‘রাধে সিনেমাটি আহামরি কিছু নয়।

ইন্ডাস্ট্রিতে ভালো গল্প লেখকের অভাব চলছে। আরও ভালো ছবি বানানোর দরকার বলিউডে। ’

আরও পড়ুন:

 ওমানে করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু 

 যে কৌশলে পয়েন্ট পেল বাংলাদেশ

 কাবুলে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৪

বলিউডের এই নামজাদা চিত্রনাট্যকার ও প্রযোজক আরও বলেন,  ‘রাধে ছবিটি উচ্চ মানের নয়। বজরঙ্গি ভাইজান, দাবাং সিনেমাগুলো একদম ভিন্ন স্বাদের ছিল।

কিন্তু রাধে ভালো ছবি না। আরও ভালো সিনেমা বানাতে হবে। বাণিজ্যিক ছবিগুলো দর্শক দেখেন বেশি। এতে করে সিনেমার সঙ্গে জড়িতরা লাভবান হন। যিনি সিনেমাটি কেনেন তিনিও লাভের মুখ দেখতে পারেন। সেই জায়গা থেকে রাধে সফল। দর্শক ছবিটি দেখছেন। কিন্তু বাণিজ্যিক ছবি লেখার অনেক কমতি আছে। ’

news24bd.tv নাজিম