ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা

ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা। দলের বিশ্বসেরা তারকা লিওনেল মেসি গোল পেলেও জয় পায়নি তার দল।  

বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ইউনিকো মাদ্রে সিউদেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা।

তৃতীয় আর ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ ও ডি মারিয়া।

পাল্টা আক্রমণে আর্জান্টাইন রক্ষণেরও ভালোই পরীক্ষা নেয় চিলি। ১৫ মিনিটে ভারগাসের দূরপাল্লার শট সাইট বারের পাশ দিয়ে যাওয়ায়, এগিয়ে যাওয়া হয়নি তাদের।

১৯ মিনিটে লাউতারো মার্টিনেজকে করা ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

স্পটকিক থেকে গোল করেন লিওনেল মেসি। তবে লিডটাকে বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি স্বাগতিকদের।

আরও পড়ুন:

 ওমানে করোনায় ৭ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু 

 যে কৌশলে পয়েন্ট পেল বাংলাদেশ

 কাবুলে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৪

‘রাধে’ সিনেমা দেখে যা বললেন সালমানের বাবা

 

৩৬ মিনিটেই সমতায় ফেরে চিলি। স্কোরার অ্যালিক্স সানচেজ। এরপর দু'দলই একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পরেনি কেউই।

এ ড্র'য়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকলো আলবিসেলেস্তারা। সমান ম্যাচে চিলি আছে ৬ নম্বরে।

news24bd.tv নাজিম