ফেসবুক ব্যবহারকারীরা যা পায় তাই গোগ্রাসে গিলতে থাকে

ফেসবুক ব্যবহারকারীরা যা পায় তাই গোগ্রাসে গিলতে থাকে

Other

খুব চেষ্টা করি প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে। এটা নিজের স্বার্থেই। কারণ এতে মনোযোগ খুব বিক্ষিপ্ত হয়। সাধারণ কিছু লিখতে শুরু করলে অসাধারণ কিছু আর লিখা যায় না।

চিন্তার জন্য যে-সলাটিউড দরকার তা অনেকদিনের জন্য উধাও হয়ে যায়।

কিন্তু প্রতিদিন এমন এমন বিষয় নজরে আসে, যা শুধু দেখলে বা শুনলেই মন বিক্ষিপ্ত হতে শুরু করে। কিছু কন্টেন্ট দেখলেই বুঝা যায় কন্টেন্টটি লাইক-কমেন্টের আশায় ফেসবুকে ছাড়া হয়েছে। আর আমাদের ফেসবুক ব্যবহারকারীরাও এমন যে, যা পায় তাই গোগ্রাসে গিলতে থাকে।

একটু বোধশক্তিরও আশ্রয় নেয় না।

স্পেকুলেটিভ যেকোনো কিছুকে তারা ইন্টেলেকচুয়াল কন্টেন্ট ভাবা শুরু করে। ইমোশন যখন ইন্টেলিজেন্সকে ডিক্টেইট করে, তখন মানুষ আর মানুষ থাকে না। সে হয়ে উঠে অন্য মানুষের চাষের বলদ।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের


মানুষ অন্যের বলদ হতে এতো পছন্দ করে কেন? একটু নিজের পায়ে চললে অসুবিধাটা কোথায়? সবসময়ই গোষ্ঠীবদ্ধভাবে চলতে হবে?

ভেড়ার পাল যতো বড় হতে থাকে, ভেড়ার ভাগ্য কিন্তু ততো ছোট হতে থাকে।

news24bd.tv / নকিব