ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারি, কিলঘুষিতে একজনের মৃত্যু

ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারি, কিলঘুষিতে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারি ঘটনা থেকে কিলঘুষিতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হারুন খান (৫৫)। তিনি রায়পুরা পৌর এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার তুলাতুলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হারুনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তুলাতুলী এলাকার একটি মাঠে কয়েকজন শিশু ঘুড়ি ওড়াচ্ছিল। শিশুদের মধ্যে হারুন খানের মেয়ের ঘরের দুই নাতি আলী ও আলাদীন এবং প্রতিবেশী জালাল মিয়ার মেয়ের ঘরের নাতি আবদুল আহাদ ছিল।

ঘুড়ি ওড়ানোর সময় শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে বড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জালাল মিয়ার লোকেরা হারুন খানকে কিলঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন হারুনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে।

এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া ও তাঁর মেয়ে কুলসুম আক্তারকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হারুন খানের স্ত্রী নাসরিন বেগম।  

news24bd.tv / নকিব